সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ব্যারিস্টার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে নাজমুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই এলাকার মহির উদ্দীনের ছেলে। রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসায় জড়িত ছিল। ওইদিন বিকেলের দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
Leave a Reply