কুড়িগ্রামের উলিপুর উপজেলায় থেতরাই ইউনিয়ন পরিষদ হলরুমে সারাদেশের ন্যায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭.১০.২০২০) সকালে উলিপুর থানা পুলিশ কর্তৃক বিট পুলিশিং ১নং থেতরাই এর উদ্যোগে “নিরাপদ নারী নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশের আয়োজন করা হয়।
এসময় সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থেতরাই ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল শেখ, সধারণ সম্পাদক আনিচুর রহমমান, বিট অফিসার এস আই রাসেল আহমেদ, বিট পুলিশের সদস্যবৃন্দ, এনজিও কর্মী, ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী প্রমুখ।
উল্লেখ্য, পুলিশ সুপার কুড়িগ্রাম মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম ‘র নির্দেশনায় পুলিশ সদর দপ্তর এর প্রজ্ঞাপন অনুযায়ী জেলায় একযোগে ৭৮টি বিটে সমাবেশ পালিত হয়েছে।
Leave a Reply