আবু জাফর সোহেল রানা
কুড়িগ্রাম প্রতিনিধি :-
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৌর বণিক সমিতির উদ্যোগে শহরের কলেজ মোড় এলাকায় সিসিটিভি স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নাগেশ্বরী পৌরসভা কলেজ মোড় এলাকার সিসিটিভি উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহিবুল ইসলাম বলেন, কুড়িগ্রাম জেলার গুরুত্বপূর্ণ হাট বাজার সমূহ সিসিটিভির আওতায় নিয়ে আসার জন্য কাজ করছে জেলা পুলিশ। তারই ঘারাবাহিকতায় আজ নাগেশ্বরী পৌর বনিক সমিতির উদ্যোগে কলেজ মোড় এলাকায় সিসিটিভির স্থাপন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নাগেশ্বরী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান, পৌরমেয়র আলহাজ্ব মোঃ আবদুর রহমান মিয়া, নাগেশ্বরী উপজেলা নির্বাহি অফিসার নুর আহমেদ মাসুম ,সিনিয়র সহকারী পুলিশ সুপার নাগেশ্বরী সার্কেল মোঃ লুৎফর রহমান , নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ মোঃ রওশন কোবির, এবং আনিসুর রহমান সাধারণ সম্পাদক নাগেশ্বরী বণিক সমিতি।
Leave a Reply